Nadia

Mar 01 2023, 15:47

পাচারের ছক পাঞ্চাল করে ২০০ টি টিয়া পাখি উদ্ধার করল ভারতীয় সেনা জওয়ানরা, ঘটনা ৮৪ নম্বর ব্যাটেলিয়ানের
নদীয়া । পাচারের ছক বানচাল করে তেহট্টের বেতাই লালবাজার সীমান্ত থেকে প্রায় ২০০ টি পাখি উদ্ধার করল বিএসএফের ৮৪ নং ব্যাটেলিয়ান। বিএসএফ সূত্রে জানা গিয়েছে বুধবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে তেহট্টের বেতাই লালবাজার সীমান্তে স্পেশাল পেট্রোলিং-এর ব্যবস্থা করা হয়। সেই সময় পাচারকারীদের দেখতে পেলে চ্যালেঞ্জ করেন কর্তব্যরত সেনা জওয়ানরা।

যদিও অন্ধকার এবং ঝোপঝাড়ের সাহায্য নিয়ে পালিয়ে যায় পাচারকারীরা। তবে ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুটি খাচায় ভর্তি পাখি উদ্ধার হয়। প্রায় ২০০ টি পাখি রয়েছে , যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে বিএসএফ আধিকারিক। একই মাসে পরপর চারবার পাখি উদ্ধারের ঘটনা ঘটানাই তৎপর বিএসএফ জোয়ানরা। দ্রুত পাচারকারীকে ধরার চেষ্টা চালাচ্ছেন বলে জানান তারা।

Nadia

Mar 01 2023, 12:25

মতুয়াদের ফের বিক্ষোভ


নদীয়া: মতুয়া সংঘের প্রধান ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ প্রসঙ্গে মালদহের জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্তব্যের কুরুচিকর বক্তব্যর প্রতিবাদে আজ নদীয়ার নাকাশিপাড়া থানা এলাকার পাটিকাবাড়ি এলাকায় মতুয়া সম্প্রদায়ের মানুষের বিক্ষোভ দেখালো রাস্তায়।

Nadia

Mar 01 2023, 12:17

নাকা চেকিং এর সময় পিপুল পরিমাণে টাকা উদ্ধার নদীয়ার ভীমপুরে


নদীয়া: ১০ লক্ষ ৮০হাজার টাকা সহ গ্রেপ্তার এক।নগদ ১০ লক্ষ ৮০ হাজার টাকা সহ এক ব্যক্তি গ্রেফতার ঘটনা নদীয়ার ভীমপুর থানা এলাকায় । অভিযুক্তকে আজ আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে ভীমপুর থানার সামনে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ।এই সময় মোটরসাইকেল করে এক ব্যক্তি যাচ্ছিল কৃষ্ণনগরের দিকে।পুলিশ নাকা চেকিং শুরু করতেই পুলিশের চক্ষু চরক গাছ।গাড়িতে সাজানো রয়েছে টাকার বান্ডিল।

এরপর ওই ব্যক্তিকে ভীমপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কোন বৈধ কাগজ না থাকায় ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে টাকা গোনার পর দেখা যায় মোট ১০ লক্ষ ৮০ হাজার টাকা রয়েছে । গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবু জাহিদ মন্ডল বাড়ি চাপড়া থানার হাটখোলা গ্রামে ।

Nadia

Feb 28 2023, 17:39

এডিনো ভাইরাসের প্রকোপে শিশু বিভাগে ভিড় বাড়ছে নদীয়ার রানাঘাট মহাকুমা হসপিটালে, উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর

নদীয়া: এডিনো ভাইরাসের ইতিমধ্যেই চিন্তা বাড়াচ্ছে হসপিটালে।শিশু রোগীর সংখ্যা জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট ঠান্ডা লাগা পেট ব্যথা ডায়রিয়া উপসর্গ নিয়ে হসপিটালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। হসপিটাল গুলির আউটডোর থেকে শিশু বিভাগ কানায়,কানায় বাড়ছে শিশু রোগী।

ফলে একই অবস্থা রানাঘাট মহাকুমা হসপিটালের,একই বেডে ঠাসা ঠাসি করে থাকতে হচ্ছে রোগীদের ।এই নিয়ে রানাঘাট মহাকুমা হসপিটালের হসপিটাল সুপার প্রহ্লাদ অধিকারী ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন এডিনো ভাইরাসের প্রভাবে ভিড় বাড়ছে হসপিটালে। পরিস্থিতি এতটাই ভয়ানক যত সংখ্যক সজ্জা আছে তার থেকেও বেশি সংখ্যক শিশুদের ঠাসাঠাসি করে ভর্তি নিতে বাধ্য হচ্ছেন হসপিটাল কর্তৃপক্ষ।

Nadia

Feb 28 2023, 15:04

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 28.02.2022


AITC leader Rikta Kundu offers prayers at a temple in Palashipara gram panchayat, Tehatta-II Block at Nadia.

Nadia

Feb 28 2023, 14:47

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 28.02.2022



AITC leader Rukbanur Rahman takes note of the mid-day meal being cooked at a school in Maheshpur gram panchayat, Chapra Block at Nadia.

Nadia

Feb 28 2023, 12:59

কৃষ্ণগঞ্জে মহিলা কনস্টেবল ধর্ষণ কাণ্ডে অভিযুক্তর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ কৃষ্ণনগর আদালতের বিচারকের


নদীয়া: নদীয়ার কৃষ্ণগঞ্জে বিএসএফের  মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে বিএসএফের ইন্সপেক্টর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই ঘটনায় আজ ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক।

উল্লেখ্য,নদীয়ার কৃষ্ণগঞ্জে ১৯ ফেব্রুয়ারি কৃষ্ণগঞ্জের টুঙ্গী বিএসএফ ক্যাম্পে ধর্ষণ হয় মহিলা কনস্টেবল । মহিলা কনস্টেবল ২১ তারিখে ভবানীপুর থানায় অভিযোগ জানান ।মহিলা কনস্টেবল কে ধর্ষণের অভিযোগে ২৩ তারিখে গ্রেফতার  হয় বিএসএফের ইন্সপেক্টর কেতাব শিং।

অভিযুক্ত বিএসএফ ইন্সপেক্টর কে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে চার দিনের পুলিশ হেফাজতে নেয় । আজ  চার দিনের পুলিশ হেফাজত শেষ হতেই কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কৃষ্ণনগর আদালতে নিয়ে যায় অভিযুক্ত বিএসএফ ইন্সপেক্টর কে । বিচারক অভিযুক্ত বিএসএফ ইন্সপেক্টর কে ১৪দিনের জেলে হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

Nadia

Feb 28 2023, 12:56

নদিয়ায় পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিক আগ্নেয় অস্ত্র সহ কার্তুজ উদ্ধার


নদীয়া: দু'রাউন্ড গুলি ও একটি দেশী পিস্তল সহ এক যুবককে গ্রেপ্তার করেছে চাপড়া থানার পুলিস। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সৌরভ দত্ত। বাড়ি চাপড়ার বড় আন্দুলিয়ায়। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে তার বাড়ি থেকে পুলিশ গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে আজ কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে। কি কারণে আগ্নেয়াস্ত্র মজুদ করেছিল খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য ,গত রবিবার দুই আগ্নেয়াস্ত্র কারবারিকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তাদের কাছে থেকেও এক রাউন্ড গুলি সহ একটি পাইপগান উদ্ধার হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Nadia

Feb 27 2023, 17:09

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 27.02.2022


AITC leader Tapas Mandal interacts with the officials of a school in Sarati gram panchayat, Kalyani Block at Nadia.

PIC: I PAC

Nadia

Feb 27 2023, 17:07

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 27.02.2022


AITC leader Pramatha Ranjan Bose interacts with the officials of Gajna gram panchayat, Hanskhali Block at Nadia.

PIC: I PAC